প্রতিনিধি ৪ নভেম্বর ২০২২ , ৬:৫০:৩৬ প্রিন্ট সংস্করণ
জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুর
ময়মনসিংহের ফুলপুরে মা ও শিশুর উপরে পূর্বের শত্রুতার জের ধরে চালিয়েছে অমানুষিক নির্যাতন। শিশু শিহাবকে(৭) মারধোর করে।শিহাবের মা শেফালী খাতুন (২৮) বিচার চাইতে গেলে। কথার কাটাকাটি নিয়ে শিশু শিহাবের মার উপর চওড়া হয়ে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে মারধোর করে এবং শেফালির গলায় থাকা আনুমানিক প্রায় ৩৯ টাকা মূল্যের স্বর্ণের চেইন নিয়ে যায়। অভিযুক্তরা হলেন রবিউল(২৮) কাজল(২৫) রাকিব(২১)এবং মনিরা খাতুন(৩০) শামসুন্নাহার
(২৪) ও আছিয়া(২২)। আব্দুল কাদের ওরফে বলিম (৪৮)
মিয়ার পালিত বাহিনী এরা।শুধু তাই এলাকার ভিবিন্ন লোকজনের সাথেও ঝগড়া ফ্যাসাদ সাথে জড়িত থাকে। এবারও আব্দুল কাদির ওরফে বলিম(৪৮)হুকুমে অমানুষিক নির্যাতন চালাই শেফালী ও শিশু শিহাবের উপর।এবং রক্তাক্ত অবস্থায় এলাকার কয়েকজন শেফালি ও শিশু সিহাবকে উদ্ধার করে।পরে তাদের কে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য।এবং রোগীর অবস্থা জানার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করতে চাইলে ডাক্তার অনুপস্থিত থাকায় যোগাযোগ করতে পারি নাই ফোনেও তাকে পাওয়া যায়নি।এ ঘটনা নিয়ে ফুলপুর থানায় মৌখিক সাধারণ ডায়েরি করা হয়।