• সারাদেশ

    পাবনায় প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২২ , ৫:০৭:২৬ প্রিন্ট সংস্করণ

    পাবনা ঈশ্বরদীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

    আজ সোমবার (১৮ জুলাই) সকালে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের জয়নগর আমন্ত্রণ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    এঘটনা নিহত মেহেদি হাসান মিঠু সরদার (৩৫) উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের মন্টু সরদারের ছেলে। আহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

    প্রত্যাক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে দাশুড়িয়া অভিমুখি একটি দ্রুতগামী প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেটকারের সামনের অংশ ভেঙে যায়।

    পাকশী হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন জানান, নিহত মেহেদি হাসান মিঠুর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ