প্রতিনিধি ৬ নভেম্বর ২০২২ , ৩:৫৩:১৭ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলা ও পৌর শাখার আয়োজনে মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫-নভেম্বর) চাটমোহরে পাঠানপাড়া এলাকায় বিএনপির সাবেক এমপি কে.এম আনোয়ারুল ইসলামের বাসভবনে উপজেলা পর্যায়ে কমিটি পুনঃগঠন ও চলমান আন্দোলন গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসভায় সভাপতিত্ব করেন চাটমোহরে উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম ও সঞ্চালনা করেন উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক আছমা খন্দকার ডলি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.মাকসুদুর রহমান মাসুদ খন্দকার ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা মহিলা দলের সভাপতি আলহাজ পূর্ণিমা ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, জেলা মহিলা দলের সহ সভাপতি হাজারী লুৎফুন নাহার, এ্যাড.আজিজা তামান্না স্বর্ণা, সাধারণ সম্পাদক মেহেরুন নেসা শাজাহান, যুগ্ম সম্পাদক নাসরীন পারভীন মুক্তি, সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার নাজ, চাটমোহর উপজেলা বিএনপির আহবায়ক কে এম আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হিরা, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পৌর বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আরশেদ ও সদস্য সচিব নূরুল করিম আরোজ খান প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন,রবিউল করিম তারেক, এ্যাড. সাইদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এ্যাড. আশরাফুজ্জামান হালিম, এ.এম জাকারিয়াসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতা কর্মীরা।