• সারাদেশ

    সৈয়দপুরে আনারসের জোড়া এখন ৪০০ টাকা

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২২ , ১০:৩১:৫৫ প্রিন্ট সংস্করণ

    সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:

    নীলফামারীর সৈয়দপুরে ঘরে ঘরে জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে উপজেলায় আনারসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। চাহিদা বেশি থাকায় সৈয়দপুরের হাট-বাজারগুলোতে আনারসের দাম এখন আকাশচুম্বী। ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা।

    সৈয়দপুরে শহরের বিভিন্ন ফল বাজার, আড়ৎ, দোকানগুলোতে ঘুরে দেখা গেছে, বড় আকারের এক জোড়া আনারসের দাম হাঁকানো হচ্ছে ৪০০ টাকা। মাঝারি আনারস বিক্রি হচ্ছে প্রতি জোড়া ২৪০ টাকা দরে। অথচ প্রতি বছর এ মৌসুমে বড় আকারের আনারসগুলোর দাম থাকত ৪০-৫০ টাকা।

    আনারস কিনতে আসা ক্রেতা ইমরান হোসেন সুলতান জানান, বাসায় বেশ কয়েক জনের জ্বর। বাজারে এসেছিলাম আনারস কিনতে। কিন্তু বিক্রেতা প্রতি জোড়া আনারসের দাম চাচ্ছেন ৪০০ টাকা করে।

    বিক্রেতা জাহাঙ্গীর আলম জানান, প্রচুর চাহিদা, উৎপাদন কম ও পরিবহন খরচ বেশি পড়ায় দামও বেশি।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার জানান, এটি ভাইরাস জ্বর। সাত বা ১০ দিনের আগে এ জ্বর শরীর থেকে নামছে না।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন জানান, মূলত মৌসুমি জ্বরকে টার্গেট করে কিছু ব্যবসায়ী বাজার বাড়িয়েছে। আমরা নজরে রেখেছি। যে কোনো সময় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ