প্রতিনিধি ৬ জুলাই ২০২২ , ৯:২৯:৫৯ প্রিন্ট সংস্করণ
মো রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
আসন্ন ঈদ উল আজহার ঈদ উপলক্ষে সুজানগরের বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। তারই ধারাবাহিকতায় আজ জমে উঠেছে সাতবাড়িয়া কলেজ মাঠে বিরাট এক গরু ছাগলের হাট।
কোরবানির পশুর এই হাট গুলোতে যেমন রয়েছে ক্রেতা বিক্রেতার ভিড় তেমনি সুয়োগ সন্ধানি দালাল, প্রতারকের ভিড়ও কম নয়।আর ক্রেতা বিক্রেতা যাতে করে দালাল, প্রতারক ও জাল টাকা চক্রের খপ্পরে না পরে সেই লক্ষে কাজ করে যাচ্ছেন সুজানগর থানা পুলিশ। সাতবাড়িয়া কলেজ মাঠের হাটে গিয়ে দেখা যায় পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করেছে।সেখান থেকে ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে ঘোষনা করা হচ্ছে আপনারা অপরিচিত লোকের নিকট থেকে কোন কিছু খাবেন না। দালালদের দ্বারা কেও প্রভাবিত হবেন না এবং টাকা লেন দেনের সময় টাকা দেখেন দিবেন।
কথা হয় সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নানের সাথে তিনি বলেন আজকের এই গরু ছাগলের হাটে ক্রেতা বিক্রেতা যাতে করে দালাল, প্রতারক ও জাল টাকার চক্রের দ্বারা কোন প্রকার হয়রানির শিকার না হয় প্রতারিত না হয় সেই লক্ষে আমার আইন শৃক্ষলা বাহিনী সর্বদা প্রস্তত রয়েছে।কোন প্রার অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ব্যবস্থা নিব।শুধু প্রয়োজন ক্রেতা বিক্রেতা ও ইজাদারদের সহযোগিতা।