প্রতিনিধি ৫ নভেম্বর ২০২২ , ৬:০৩:৪৭ প্রিন্ট সংস্করণ
নাজমুল ইসলাম, পাবিপ্রবি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
মেধা তালিকাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://pust.ac.bd) পাওয়া যাচ্ছে।
ভর্তি কমিটির তথ্যমতে, এবার মোট ২১টি বিভাগের অধীনে ৯২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৪১১জন শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদের ক ইউনিটে ১৬৫৪১ জন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের খ ইউনিটে ৫০৪৬ জন, ব্যবসায় শিক্ষা অনুষদের গ ইউনিটে ১৮৩৪ জন এবং স্থাপত্য বিভাগের জন্য ৪৮১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ৭নভেম্বর দুপুর ১২টা থেকে ১১নভেম্বর রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে নির্ধারিত ওয়েবসাইট (http://gstadmission.ac.bd/) এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রাথমিক আবেদনের পরে মূল কাগজপত্র ৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ১২ নভেম্বর বিকেল ৪টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বর পত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে সশরীরে এসে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বর পত্র দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লিখা একটি A4 সাইজের খামে করে জমা দিতে হবে। প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবেন।