প্রতিনিধি ১১ নভেম্বর ২০২২ , ১০:৩১:১৬ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) সিরাজগঞ্জ শাখার উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী কামাল হোসেনকে বীমার দাবির ৮ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে বেসিক ব্যাংক বেলকুচি শাখা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করেন বিজিআইসি সিরাজগঞ্জ শাখার সিনিয়র ম্যানেজার এমদাদ মেহেদী হাসান।”
এ সময় আরও উপস্থিত ছিলেন, বেসিক ব্যাংক বেলকুচি শাখার উপ ব্যবস্থপক আমজাদ হোসেন, বেসিক ব্যাংক কর্মকর্তা মনিরুল ইসলাম, ব্যাংক এশিয়ার বেলকুচি প্রতিনিধি রকিবুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল দুপুরে বেলকুচি উপজেলার পৌর চালা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কামাল টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।