প্রতিনিধি ২৪ জুলাই ২০২২ , ১০:০৮:২০ প্রিন্ট সংস্করণ
রফিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
পাবনার সুজানগর উপজেলাধীন নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল জলিল মন্ডল এর বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।আলহাজ্ব আব্দুল জলিল উক্ত গ্রামের মৃত.আব্দুল করিমের মন্ডলের ছেলে।
সন্ত্রাসী জহুরুল মন্ডল (৩২) এর নেতৃত্বে তার আপন ভাই জলিল, শহীদ, জালালের বিরুদ্ধে উক্ত জমির জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে। যার দাগ নং ১০৪০, সাড়ে ৬ শতাংশ বসতবাড়ির জমি দখলের অভিযোগ পাওয়া যায়।
সরজমিনে গিয়ে দেখা যায়, উক্ত বীর মুক্তিযোদ্ধার বাড়ির রাস্তা আটকানো, ঘরের কংক্রিট হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে এবং জোরপূর্বক তার জমিতে ঘরও তুলেছে।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল জলিল মন্ডল জানান – আমি ১৯৯৮ সালে রোস্তম আলীর কাছ থেকে ১০৪০ নং দাগে ৬.৫” শতক জমি নিজ নামে ক্রয় করি। এতদিন যাবৎ আমি এ জমি ভোগ দখল করে আসছি। তবে কিছুদিন আগে সন্ত্রাসী জহুরুল ও আমার আরো তিন ভাই মিলে আমার বসতবাড়ির জমি জোরপূর্বক দখল করে। আমার ঘর ভেঙে দিয়ে তাদের ঘর উঠিয়েছি। আমি এর সঠিক বিচার চাই।
আলহাজ্ব জলিল মন্ডল এর ছেলে মিলন (৪২)জানায় – আমাদের নামে জমি থাকা সত্বেও সন্ত্রাসী জহুরুল মন্ডল ও তার ভাইদের দাপটে আমাদের জমি দখল করে নিছে। আমাদের রাস্তায় কাটা দিয়ে রাস্তা আটকিয়ে রেখেছে। আমাদের নিজস্ব জমি হওায় সত্বেও আমরা ভোগ দখল করতে পারছিনা। তিনি আরো জানান সন্ত্রাসী জহুরুল মন্ডল বলে জোড় যার মল্লুক তার। জমির দখল নিতে গেলে তারা অস্ত্রের ভয় দেখান। তিনি আরো বলেন সন্ত্রাসী জহুরুল আমাদের সবাইকে ভয় ভীতি দেখিয়ে জমি দখল করেছে। তিনি এর সঠিক নিষ্পত্তি চান।