প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২২ , ৬:৩১:২৬ প্রিন্ট সংস্করণ
সুমন কুমার বিশ্বাস স্টাফ রিপোর্টার:
দীর্ঘ সাত বছর পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তবে এবারও জেলার নেতৃত্ব থাকলো পুরাতনদের হাতেই।
রবিবার (১৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ ওয়াপদা মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্যের শেষদিকে জেলার নেতৃত্ব পাওয়া নেতাদের নাম ঘোষণা করেন তিনি।
ওবায়দুল কাদের সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি ও সাধারণ সম্পাদক হিসেবে সাইদুল করিম মিন্টুর নাম ঘোষণা করেন। তবে নতুন কমিটিতে পদ পাওয়া দু’জনই আগের কমিটিতে একই পদে ছিলেন।
এ সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এছাড়া এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি।