প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২২ , ৯:১৮:৪৫ প্রিন্ট সংস্করণ
মোঃ মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টারঃ
আসন্ন জেলা পরিষদ গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে কালীগঞ্জ উপজেলা থেকে মনোনয়ন পত্র জমা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন। বুধবার (১৪-সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা থেকে গাজীপুর জেলা নির্বাচন অফিসার এর কার্যালয়ে কাজী মোঃইস্তাফিজুল হক আকন্দ এর কার্য়ালয়ে মনোনয়ন পত্র জমা দেন মোঃ দেলোয়ার হোসেন, গাজীপুরে নির্বাচন অফিসার মনোনয়ন পত্র গ্রহণ করেন । প্রস্তাব কারী নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউল ইসলাম ওলি, সমর্থন কারী কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যড. মাকসুদুল আলম খাঁন সংশ্লিষ্ট সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অর্ধশতাধিক (ভোটার) ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন ।
অপরদিকে কালীগঞ্জ,কাপাশিয়া,উপজেলা সহ শ্রীপুর ০৪টি ইউনিয়ন ও ০১ পৌরসভা নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত মহিলা সদস্য প্রার্থী তসলিমা রহমান লাভলীর প্রস্তাবকারী বাহাদুর শাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন আহমেদ ও সমর্থন কারী জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম।
এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, আমি জেলা পরিষদ সদস্য হিসেবে দ্বায়িত্ব পেলে প্রতিটি ইউনিয়নের মসজিদ,মাদ্রাসা, কবরস্থান , হাট বাজার সহ ব্যাপক উন্নয়ন মূলক কাজের বাস্তবায়ন করবো । সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সহ সবার কল্যাণে কাজ করবো। কোন সাধারণ মানুষ বিপদগ্রস্থ হয়ে আমার স্বরণাপন্ন হলে আমি জেলা পরিষদের বরাদ্দের অপেক্ষা না করে ব্যক্তিগত ভাবে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়াবো,আমি আশাবাদী বিপুল ভোটে বিজয়ী হলে উপজেলার মানুষের উন্নয়নে কাজ করতে পারবো ইনশাল্লাহ্।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসন, সাবেক সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সহ-সভাপতি মুর্শিদ কুলি খান,পরিমল চন্দ্র ঘোষ, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খাঁন কনক,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ টিপু, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ পৌর যুবলীগের সহ সভাপতি লোকমান হোসেন (পনির) উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া-মিলাদ পরিচালনা করেন মূলগাঁও মাদ্রাসা শিক্ষক মাওলানা আবু বক্কর ছিদ্দিক।