প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২২ , ৬:০৮:৪১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি:
পাবনা সুজানগর উপজেলার পদ্মা নদীতে জেলের জালে একটি বিশাল আকৃতির মিঠা পানির ডলফিন (শুশক) ধরা পড়েছে।
রবিবার রাতে উপজেলার নাজিরগঞ্জ এলাকার পদ্মায় বিশাল আকৃতির এ শুশকটি ধরা পড়ে।
শুশক ধরা পড়ার খবরে এক নজর দেখার জন্য নদীর পাড়ে শত শত উৎসুক জনতার ঢল নামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলে ইউসুফ কবিরাজ নদীতে আদালতে নিয়মিত মাছ ধরে। আজ রাতে তার আদালতে বিশাল শুশকটি ধরা পরে।
জেলে ইউসুফ কবিরাজ জানান, শুশকের তেল বিভিন্ন রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এটি ৫ হাজার হাজার টাকায় বিক্রি করেছি।