প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২২ , ১০:৪০:১৫ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুরে মামলার ৩ ঘন্টার মধ্যে মোঃ আকাশ মিয়া(১৯) ও বিপ্লব মিয়া (২০) নামের দুই দস্যুতাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজারের পশ্চিম পার্শ্বে “ছ” মিল সংলগ্ন ব্যবসায়ী আক্কাছ আলীর ভাংড়ীর দোকানে গত ১০ নভেম্বর গভীর রাতে অজ্ঞাত নামীয় ২জন ব্যক্তি এসে দোকানে থাকা আক্কাছ আলীর পুত্র মোঃ নাজমুল হুদা (১৪)কে ডেকে দোকানের ভিতরে জোরপূর্বক প্রবেশ করে। এবং বাহিরে আরো অজ্ঞাতনামীয় ২ জন ব্যক্তি দাড়িয়ে থাকে।
তারা অতর্কিতভাবে নাজমুলকে মারধর করে দোকানের ক্যাশ বাক্স থাকা ৩০ হাজার টাকা নিয়ে নাজমুলকে হাত-পা বেধে দোকানে রাখে। পরে দোকান থেকে দস্যুতাকারীরা দ্রুত চলে যাওয়ার সময়
তাদের একটি মোবাইল ও একজোড়া সেন্ডেল জুতা ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় রোববার(১৩ নভেম্বর) রাতে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই দস্যুতাকারীকে গ্রেফতার করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রুহুল আমীন জানান, অভিযুক্তদের ফেলে আসা মোবাইল ফোনের সুত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের মুকুল মিয়ার পুত্র মোঃ আকাশ মিয়া(১৯) ও মৃত রমজান আলীর পুত্র বিপ্লব মিয়া (২০) নামের দুই দস্যুতাকারীকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক দুই আসামী বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।