• সারাদেশ

    পাবিপ্রবিতে ২য় মেধা তালিকায় ভর্তি শুরু ১৯ নভেম্বর

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ৭:৪৮:৪৭ প্রিন্ট সংস্করণ

     

    নাজমুল ইসলাম, পাবিপ্রবি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ২য় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

     

    বৃহস্পতিবার(১৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

     

    মেধা তালিকাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://pust.ac.bd) পাওয়া যাচ্ছে।

     

     

    বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্র জানায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে আগামী ১৮ নভেম্বর দুপুর ১২টা থেকে ২১নভেম্বর রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট (http://gstadmission.ac.bd/) এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রাথমিক আবেদনের পরে মূল কাগজপত্র আগামী ১৯ নভেম্বর সকাল ১০টা থেকে ২২ নভেম্বর বিকেল সাড়ে তিনটার(৩:৩০) মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বর পত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে সশরীরে এসে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বর পত্র দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লিখা একটি A4 সাইজের খামে করে জমা দিতে হবে। প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পঞ্চম তলায় অবস্থিত আইসিটি সেলে এই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হবে।

     

    এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মো. আব্দুর রহিম বলেন, “ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং সুষ্ঠুভাবে চলছে। ভর্তিচ্ছুদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র অবশ্যই আনতে হবে। অন্যথায় ভর্তি নেওয়া হবে না।”

     

     

    উল্লেখ্য, এর আগে ১ম মেধা তালিকা প্রকাশের পর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা অনুষদে মোট ৪২৬ জন ভর্তি নিশ্চায়ন করেছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা আছে ৪৯৪ টি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ