প্রতিনিধি ২১ নভেম্বর ২০২২ , ৬:৩৬:২২ প্রিন্ট সংস্করণ
পাবনা সংবাদদাতাঃ
পাবনার আতাইকুলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিশ্বাস সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠানটির সভাপতি রাসেল বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাহিদুল কবির সুমনের উপস্থিতিতে ,আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ফিরোজ কামাল ও আক্তারুজ্জামান অতিথি থেকে আতাইকুলা উচ্চ বিদ্যালয় সহ আতাইকুলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন আতাইকুলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিশ্বাস সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শিক্ষা উপহার বিতরণে তাদের মাঝে পড়াশোনার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে, এজন্য বিদ্যালয় এর পক্ষ থেকে প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ উল্লেখ্য বিশ্বাস সমাজ কল্যাণ সংস্থা বিভিন্ন সময়ে অসহায় দরিদ্র ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে।