• সারাদেশ

    কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় ডাক্তারসহ নিহত-০২ জন

      প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২২ , ৬:৪২:০৯ প্রিন্ট সংস্করণ

     

    মোঃমুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:

     

     

    গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী সুবর্ণ এক্রপ্রেস ট্রেনের ধাক্কায় এক ডাক্তারসহ দুইজন নিহত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে (টঙ্গী কালীগঞ্জ ঘোড়াশাল) বাইপাস সড়কের কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর রেলক্রসিংয়ে ঘটেছে।

     

    স্থাণীয়রা জানায়, মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে চাপাই নবাবগঞ্জ জেলার হুদুরাপুর এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে ডা. মো. আমিনুল ইসলাম (৩২) ও নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলাধীন বুবানীপাড়া এলাকার মো. শাহ্ জাহান আলীর ছেলে মো. আহসান হাবীব তারেক (৩৮) মোটরসাইকেল যোগে কালীগঞ্জ (টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল) বাইপাস সড়কের কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর রেলক্রসিং এলাকায় পৌছলে ঢাকাগামী সুবর্ণা এক্রপ্রেস ট্রেন ধাক্কা দেয়। মোটরসাইকেল দুমরে মুচরে পাশের ডোবায় পরে। ঘটনাস্থলে আহসান হাবীব তারেক নিহত হয়। স্থাণীয়রা অপর মোরসাইকেল আরোহী ডা. মো. আমিনুল ইসলামকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¦লক্রে নিয়ে যায়।

     

    অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎিসক তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    নিহত আহসান হাবীব তারেক বেসরকারী একটি ফুড কোম্পানী ও আহত ডা. মো. আমিনুল ইসলাম আমান ফিড লিমিটেড এর পোল্ট্রি এন্ড ডেইরী কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ