• সারাদেশ

    নীলফামারী সদরের রামগঞ্জ বাজারের কুরবানির পশুর হাটের শেষদিন আজ

      প্রতিনিধি ৭ জুলাই ২০২২ , ১১:৩০:১৮ প্রিন্ট সংস্করণ

    সঞ্জয় দাস, নীলফামারী প্রতিনিধি:

    নীলফামারীর সদরের রামগঞ্জ বাজারে ছিলো আজ পশুর হাট শেষ দিন, পশুরহাট ছিলো জমজমাট এই হাটে ছিলো‌ অনেক জাতের কুরবানীর গরু।

    এই দিকে আবার মাত্র দুইদিন পর পবিত্র ঈদুল আযহা।কোরবানির পশু এখনও শহর অঞ্চলের মানুষ বেশীর ভাগ কেনেনি।

    ঈদের আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) নীলফামারী সদরের রামগঞ্জ বাজারে ছিলো পশুরহাট সরেজমিনে গিয়ে দেখা যায় প্রচুর পশু হাটে সংকুলান না হওয়ায় সামনের সড়কেও অনেক পশু চোখে পড়ে। এখন ঈদের আগে প্রতিদিনই হাটে পশু কেনাবেচা হবে। তবে ক্রেতা-বিক্রেতাদের ভাষ্যমতে, ঈদের আগে সাপ্তাহিক শেষ হাট সবচেয়ে জমজমাট থাকে। এদিন সবচেয়ে বেশি পশু কেনাবেচা হয়। এবারও চিত্রটা এমনিই ছিলো। দুপুরের পর থেকে সরগরম ছিলো কেনাবেচা। যদিও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা-বিক্রেতা উভয়ের।

     

    বিক্রেতারা সাথে কথা হলে তারা যানান: হাটে পশুর সরবরাহ অনেক বেশি। হাটে ক্রেতাও আছে। কিন্তু দেখা যাচ্ছে একটা গরু কিনতে হাটে এসেছেন ৮-১০ জন করে। একজনের পছন্দ হলে আরেক জনের পছন্দ হয় না। আর তারা যে দাম হাঁকছেন তার থেকে অনেক কম দাম বলছে। কিছু কম বেশি করে তারাও পশু বিক্রি করে দিয়েছেন।

    তারা আরও জানান, একটু কম হলেও অধিকাংশ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ