প্রতিনিধি ৭ জুলাই ২০২২ , ১১:৩৭:৫২ প্রিন্ট সংস্করণ
রুবেল আহমেদ
পাবনার সাঁথিয়ায় মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ঈদ-উল আযহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ , সাঁথিয়া পৌরসভার আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে ৭ই জুলাই বৃহস্পতিবার পৌরসভা কার্যালয়ে ১০কেজি হারে এসব খাদ্যশস্য বিতরণ করা হয়
এসময় প্রধান অতিথি হিসেবে খাদ্যশস্য বিতরণের অনুষ্ঠানে উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ,আইনশৃঙ্খলা বাহিনী সহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চুর।