প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২২ , ৮:৩৭:১৪ প্রিন্ট সংস্করণ
আবু রায়হান আলী
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বামনপাড়া গ্রামের বাদশা মিয়া দীর্ঘদিন থেকে অসহায় ভাবে জীবন যাপন করে আসছেন।
জানা যায় এক বছর পূর্বে গাছ থেকে পড়ে পা, গলা এবং কোমড়ের সমস্যা হয়। টাকার অভাবে তেমন ভাবে চিকিৎসা করতে পারেননি বাদশা মিয়া। ছেলে মেয়ে সহ পরিবারে পাঁচ জন সদস্যের রয়েছেন। বাদশা মিয়া জানান, এই পর্যন্ত কোন ইউপির সদস্যেদের কোন সহযোগীতা পাইনি বারবার পরিষদের বারান্দায় গোড়াফেরা করেও মেলেনি কোন সহযোগী। এ অবস্থায় হঠাৎ Hello Tabakpur চ্যানেলের টিমকে লিখিত আবেদন করে সাহায্য চান বাদশা মিয়া। পরে Hello Tabakpur চ্যানেলের টিম আজ ২৬/১১/২০২২ ইং রোজ শনিবার সকলে আলু, বেগুন, কাঁচামরিচ, পিয়াচ, ফুলকফি, সয়াবিন তেল, মুসুর ডাল, খোলা বিস্কুট, সাবান ইত্যাদি নিজ অর্থায়নে বিতারণ করেন।
এ বিষয়ে Hello Tabakpur চ্যানেলের পরিচালক এবং সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিম জানান, সমাজে যারা সুমানধন্য ব্যক্তি আছেন তারা সকলেই যদি এগিয়ে আসে তাহলে হয়তো কিছুটা হলেও উপকার হবে বাদশা মিয়ার মতো অসহায় মানুষের।