• সারাদেশ

    সাঁথিয়ায় সাবেক মেম্বারের বিরুদ্ধে ইছামতী নদীর জায়গা ভরাট করে ভাড়া দেওয়ার অভিযোগ

      প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২২ , ৯:৪৮:৪৫ প্রিন্ট সংস্করণ

    হৃদয় হোসাইন বিশেষ প্রতিনিধিঃ

     

    পাবনা জেলাধীন সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন ১নং ওয়ার্ড শরিষা এলাকায় ইছামতী নদী পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল ভরাট করে দুধের ছানা তৈরির কারখানা গড়ে তুলেছেন সাধন ঘোষ নামের এক ব্যাক্তি।

    খোজ নিয়ে জানা যায় করমজা ইউনিয়ন ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আতিকুজ্জামান লাভলু ক্ষমতার অপ্রব্যাবহার করে ভরাট করে সাধন ঘোষ এর কাছে অর্থের বিনিময় ভাড়া দিয়েছে জায়গা।দখল ভরাট ছাড়াও কারখানাটির ছানার দুর্গন্ধ জনিত দূষিত পানি ফেলা হচ্ছে নদীতে।এতে নদী দখল,নদীদূষণ সহ আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন,দীর্ঘদিন সাধন ঘোষ অর্থনৈতিক প্রভাবে ঐতিহাসিক ইছামতী নদীর পাড় দখল করে ভরাট করে গড়ে তুলেছেন ছানা তৈরীর এ কারখানা।প্রতিদিন শত শত মণ ছানা তৈরি করা হয় এ কারখানায়।আবার ছানা তৈরির নষ্ট পানি ফেলা হচ্ছে এ নদীতে,ফলে দূষিত হচ্ছে নদীর পানি।এভাবে যদি নদী দখল হয়ে যায়,তাহলে এক সময় নদী খুঁজে পাওয়া যাবে না।আমরা জানি যারা দেশে বড় বড় বিল্ডিং নদী দখল করে তৈরি করার কারণে সরকার ভেঙে দিচ্ছে।দখলমুক্ত করছেন নদী তাহলে আমাদের এখানে অভিযান করে নদী দখল মুক্ত করছে না কেনো।

    আমরা প্রশাসনের কাছে দাবি জানাই দ্রুত আমাদের নদী দখল মুক্ত করা হোক।ছানার দূষিত পানি নদীতে ফেলার কারণে আমরা আমাদের দৈনন্দিন জীবনে শুদ্ধ পানি ব্যবহার করা থেকে বঞ্চিত হচ্ছি।এ বিষয় কারখানায় কর্মরত কার্মচারীর কাছে জানতে চাইলে তারা বলেন,আমার কার্মচারী আমরা যতদূর জানি এটি নদীর জায়গা কিন্তু আমাদের মহাজন সাধন ঘোষ লাভলু মেম্বার এর কাছ থেকে এ জায়গা ভাড়া নিয়েছে।

    এবিষয় সাধন ঘোষ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,কারখানা আমার কিন্তুু জায়গা আমার না,জায়গা আমি লাভলু মেম্বার এর কাছ থেকে ভাড়া নিয়েছি।মাসে দুই,চার হাজার টাকা ভাড়া দেওয়া হয়।আতিকুজ্জামান লাভলু বলেন,পানি উন্নয়ন বোর্ডের জায়গা পড়ে ছিলো তাই আমি ভাড়া দিয়েছি।মাসে হাজার খানিক টাকা দেয়।

    এ বিষয় সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোঃ মাসুদ হোসেন বলেন,বিষয় টা আপনার মাধ্যমে জানতে পাড়লাম আমি পরিদর্শন করে সার্ভেয়ার সাহেব কে দিয়ে দেখবো নদীর কত টুকু জায়গা দখল করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ