• সারাদেশ

    পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত  হলেন নিরা খন্দকার 

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২২ , ৩:২৭:২৫ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

    গত ২৭ /১০ /২০২২ ইং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের প্যাডে সভাপতি /সাধারণ সম্পাদক সাক্ষরিত পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের ৯১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

    উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসাবে নিরা খন্দকার নির্বাচিত হন।নিরা খন্দকার সাথিয়া উপজেলার হুঁইখালী গ্রামের এক সম্ভান্ত্র মির পরিবারে জন্মগ্রহণ করেন।

    তার পিতা বীর মুক্তিযোদ্ধা মীর মহসিণ আলম লেবু ছিরেন একজন প্রান্তিক কৃষক।মাতা জাহানারা খাতুন একজন আদর্শ গৃহিনী।সাত ভাই বোনের মধ্যে তিনি বাবা মায়ের তৃতীয় সন্তান।

    তিনি রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করে।ব্যক্তিগত জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানে জননী।ছাত্রজীবন থেকেই তাঁর রাজনিতীতে হাতে খরি।তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন।

    পরবর্তিতে তিনি সুজানগর উপজেলা মহিলা আওয়ামী যুব লীগের একজন সক্রিয় কর্মি ছিলেন। তারপরে তিনি সুজানগর উপজেলা আওয়ামী মহিলা লীগের সদস্য হিসাবে দির্ঘদিন যুক্ত ছিলেন।তিনি তার রাজনৈতিক জীবনে সকল প্রকার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন।যার ফলে ২০০১ সালের নির্বাচনের পর জামাত বিএনপি সন্ত্রাসি বাহিনী কর্তৃক তার বাড়ি ঘড় ভাংচুর ও লুটপাট করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ