• সারাদেশ

    জবি আইইআর ২য় ব্যাচের শিক্ষা সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত 

      প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২২ , ১২:১৮:০১ প্রিন্ট সংস্করণ

    রবিউল ইসলাম জবি প্রতিনিধিঃ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ২য় ব্যাচের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ ) শিক্ষা সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

     

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. পরিমল বালা এবং জাইকা’র জেন্ডার ও সোস্যাল ইনক্লুসন বিশেষজ্ঞ জনাব রাবেয়া রওশন। এছাড়া অনুষ্ঠানের আহবায়ক হিসেবে ছিলেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন।

     

    বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মনিরা জাহান বলেন, দেশ আর দশের সেবায় তোমাদের ছড়িয়ে যেতে হবে। আমাদের প্রত্যেকটা শেখার পেছনে যে উদ্দেশ্য ছিলো সে উদ্দেশ্যগুলোকে ঠিক রেখে, কর্মজীবনে সে শিক্ষা তোমরা ব্যবহার করবে যাতে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি। আমার আশাবাদ, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে তোমরা সে আদর্শগুলো কাজে লাগাবে।

     

    এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, তোমরা বৃহত্তর কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছো আমি অনুরোধ করবো তোমাদেরকে যে তোমরা নীতি নৈতিকতা, দেশাত্মবোধ আর সততা নিয়ে কাজ করবে। তোমরা যেখানেই যাও আমাদের বিশ্ববিদ্যালয়ের নামকে সমুন্নত রাখার চেষ্টা করবে।

    বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের ১৬ বছর হয়ে গেছে, এখন সময় আমাদের গ্রাজুয়েটদের মূল্যায়ন করার। এক্ষেত্রে আমার কমিটমেন্ট হচ্ছে, সবদিক বিবেচনায় ভালো যদি হয় আমার ফার্স্ট প্রেফারেন্স (প্রথম পছন্দ) আমাদের গ্রাজুয়েট রা।

     

    স্মৃতিচারণ করে শিক্ষার্থী মাজহারুল ইসলাম আরাবী বলেন, করোনার কারণে আমরা ৪ বছরের অনার্স কোর্স ৫ বছরে শেষ করতে হয়েছে। তবুও মনে হচ্ছে মাত্র ঐদিন আমরা শুরু করলাম। সত্যিই বিদায় জানানো খুব হৃদয়বিদারক।

     

    শিক্ষার্থী সুরাইয়া পারভীন বলেন, ৫ বছরের স্মৃতি এভাবে বলা অনেক কঠিন। বিশ্ববিদ্যালয় জীবনে অনেক সাপোর্টিভ শিক্ষক, সিনিয়র আর প্রিয় কিছু বন্ধুবান্ধব পেয়েছি সাথে ভালোবাসার কিছু জুনিয়র পেয়েছি সবাইকে নিয়ে অনেক অনেক সুন্দর স্মৃতি আছে যেগুলো আজীবন মনে থাকবে।

     

    এসময় ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিদায়ী শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

     

    উল্লেখ্য, বুধবার (৭ ডিসেম্বর) জমকালো গালা ডিনারের আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় শিক্ষা সমাপনী অনুষ্ঠানের সার্বিক আয়োজন। উক্ত গালা ডিনারে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা এবং ইনস্টিটিউটের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ