প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২২ , ১২:০৪:১১ প্রিন্ট সংস্করণ
ফেরদৌস তপন বিশেষ প্রতিনিধিঃ
ভূমিহীন ও গৃহহীন মানুষ সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কয়েকটি বিশেষ উদ্যোগের একটি ‘আশ্রয়ণ প্রকল্প। প্রকল্পে’র লক্ষ্য গৃহহীনের বাসস্থান নিশ্চিত করা।
ভূমি মন্ত্রণালয়াধীন গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে আশ্রিত মানুষ শতভাগ সামাজিক নিরাপত্তা অধিকার ভোগ করছে। খোলা আকাশের নিচে অথবা কারো অনুগ্রহে যারা অতিকষ্টে এতোকাল দিন পার করেছে, তাদের এখন সুখের দিন। গৃহহীন, ঠিকানাবিহীন, ছিন্নমূল মানুষদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে গুচ্ছগ্রাম প্রকল্প।
পাবনা জেলার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের বক্তারপর গ্রামের ভুমিহীন মানুষ আজ আনন্দের জোয়ারে ভাসছে। বিশেষ করে এখানে যারা সুবিধাভোগী তাদের অধিকাংশই নদীতে বিলীন হওয়া ভূমিহীন।
চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো মানুষুগুলো আজ সু্ন্দর ভাবে বাঁচার স্বপ্ন দেখছে। তবে মানুষের কিছু কানাঘোষাতো আছেই।কিছুটা আতংক মানুষের মধ্যে তো আছেই।তাদের ধারনা আদৌওকি এটার সুষ্ট বন্ঠন হবে।তবে সরকারে কঠোর পদক্ষেপ অনুযায়ী এটার সুষ্ট বন্ঠন হবেএই আশা করছে সাধারণ মানুষ।