• সারাদেশ

    সাহাবুদ্দিন চুপপুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু 

      প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২২ , ৩:২৮:২৭ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টারঃ

    মোঃ শাহাবুদ্দিন চুপপুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু পাবনার সন্তান মোঃ শাহাবুদ্দিন চুপপু ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মি ও ও সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।

    মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহনকারী শাহাবুদ্দিন চুপপু ১৯৮২ সালে বিসিএস ক্যাডার হিসাবে যোগ দেন।

    বিচারকের বিভিন্ন পদে চাকরি ২৫ বছর পর ২০০৬ সালে জেলা দায়রা জজ হিসাবে অবসর নেন। ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপর হামলা হয় যাতে হত্যা ধর্ষন ও লুন্ঠনের ঘোষনা ঘটে।

    পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ঐ সব ঘটনা তদন্তে কমিশন গঠন করেন।যার প্রধান ছিলেন মোঃ শাহাবুদ্দিন চুপপু তিনি ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি কমিশনের কমিশনারের দায়িত্ব পালন করেন।

    বর্তমানে মোঃ শাহাবুদ্দিন চুপপু বাংরাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান এর দায়িত্বে রয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ