প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২২ , ৫:৩৯:২৬ প্রিন্ট সংস্করণ
দ্বাদশ বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড এ অংশ নেওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। এবারের অলিম্পিয়াডের আয়োজক জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ।
জানা যায়, অন্য দু’বছরের ন্যায় এবারও রসায়ন অলিম্পিয়াড অনলাইনে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীবৃন্দ থেকে বাছাইকৃত শীর্ষ ৪ জন। আগামী বছরের ১৬-২৫ জুলাই সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে। এবার তৃতীয়বারের মতো বাংলাদেশী প্রতিযোগীরা আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নিচ্ছেন।
আগামী ১৫ ডিসেম্বর রাত ১২:০১ মিনিটে অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে এবং চলবে ৩০ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত। অনলাইনে গুগল ফর্মের নিবন্ধন করা যাবে এবং https://www.facebook.com/bdcho2021 ফেইসবুক পেইজে নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণি এবং এ/ও লেভেলের শিক্ষার্থীরা যাদের বয়স ১ জুলাই ২০২৩ সালে ২০ বছরের কম হবে, তারা অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবে। তবে কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে তারা আবেদন করতে পারবেনা। একাদশ ও দ্বাদশ শ্রেণি এবং এ/ও লেভেলের সিলেবাস অনুসারে ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক, এনালাইটিক্যাল, বায়োকেমিস্ট্রি এবং স্পেকট্রোসকপি বিষয়ে ৬০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ১৪ জানুয়ারী। প্রাথমিক পর্বে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে চূড়ান্ত পর্বের পরীক্ষা হবে ২৮ জানুয়ারী অনুষ্ঠিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন্নাহার বলেন, এবার ১২তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। রসায়ন বিজ্ঞানে আগ্রহী তরুণদের মধ্যে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি ও যোগাযোগ সৃষ্টি, রসায়ন বিজ্ঞানের বিভিন্ন সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহকে উদ্দীপ্ত করা এবং দেশ ও বিদেশের প্রখ্যাত রসায়ন বিজ্ঞানীদের সাথে তরুণদের পরিচিতির সুযোগ সৃষ্টি-রসায়ন অলিম্পিয়াড আয়োজনের মূল লক্ষ্য।