• সারাদেশ

    সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহন

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ১১:৩৪:৩৪ প্রিন্ট সংস্করণ

     

    সেলিম রেজা সিরাজগঞ্জ থেকেঃ

     

    আজ ১৭ অক্টোবর সারাদেশের নেয় সিরাজগঞ্জে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে টানা দুপুর ২টা পর্যন্ত চলবে।

    ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই ভোটাররা তাদের ভোট দিতে শুরু করেছেন। এবং প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।

    প্রতিটি উপজেলার সদরের ১টি করে ৯টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ২টি করে মোট ১৮টি ভোট কক্ষ রয়েছে।

    নির্বাচনে ভোটগ্রহণ মনিটরিংয়ের জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও নির্বাচনক সুষ্ট করতে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন।,

    নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ জেলায় সদস্য প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

    নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত আসনে সদস্য পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

    এ ছাড়াও কাজীপুর ১ নং ওর্য়াড ও উল্লাপাড়া ৬নং ওর্য়াডে সাধারণ সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন।,

    নির্বাচনে মোট ভোটার সংখ্যা রয়েছে ১১৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯১২ এবং মহিলা ভোটার ২৭৯ জন। যার মধ্যে ১নং ওর্য়াড কাজীপুরে সর্বোচ্চ ভোটার ভোটর রয়েছেন ১৭২ জন এবং ৩নং ওর্য়াড কামারখন্দে সবচেয়ে কম ভোটার ১০৬ জন।

    নির্বাচনে মূলত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধিরাই জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

    নির্বাচনে ভোট গ্রহণ শেষে স্বস্ব কেন্দ্র প্রার্থীদের ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ