প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২২ , ৬:৫৯:৪৩ প্রিন্ট সংস্করণ
সুমন কুমার বিশ্বাস স্টাফ রিপোর্টার ঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় উপলক্ষে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে ফুটবল টুনার্মেন্টের আয়োজন করে ১০ নং বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আব্বাহক জনাব শফিকুল ইসলাম শিমুল। এটি কামন্না ২৭ শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই খেলাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলার চেয়ারম্যান এ ম আব্দুল হাকিম আহমেদ। এ ম আব্দুল হাকিম আহমেদ বলেন মহান বিজয় দিবস উপলক্ষে এই খেলা আয়োজন করার জন্য আমি চেয়ারম্যান শিমুলকে ধন্যবাদ জানাই। এই কামান্না এমন একটি গ্রাম যেখানে শুয়ে আছেন ২৭ মুক্তিযোদ্ধা এই গ্রামে নিয়ে আমরা সবাই গর্বিত। আর ফুটবল খেলা করে তারুণেরা সব অসামাজিক কার্যকর থেকে বিরোত থাকবে। এখানে যে দুটি দল ফাইনালে অংশগ্রহণ করেন তার হলো বসুন্ধরা কিংস এবং কামান্না শহীদ স্মৃতি। পরে টাইফিকারের মধ্যেমে কামান্না শহীদ স্মৃতি তিন দুই গোলের মাধ্যমে বিজয়ী হয়।