প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২২ , ৭:৩৬:৪৪ প্রিন্ট সংস্করণ
রবিউল ইসলামঃ
বছর খানেক আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষার্থী মিলে প্রতিষ্ঠা করে ‘খিড়কি ফিল্মস’ এর। এটি মূলত একটি প্রোডাকশন কোম্পানি এবং ক্রিয়েটিভ এজেন্সি। প্রতিষ্ঠার পর তারা বেশ কিছু শর্টফিল্ম, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনচিত্র নির্মাণের কাজ করেছে।
সম্প্রতি ১ বছর পূর্তি ও আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে তাদের ফেসবুক পেজ থেকে ঘোষণা দেয়া হয় পাঁচটি নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের। আগামী ১ বছরে এই চলচ্চিত্র গুলোর নির্মাণের কাজ শেষ করা হবে। এদের মধ্যে রয়েছে খিড়কি ফিল্মসের প্রতিষ্ঠাতা ও পরিচালক আদনান মাহমুদ সৈকত এর ৩টি চলচ্চিত্র।
তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘পুরস্কার’। সত্যজিৎ রায়ের একটি ছোট গল্প অবলম্বনে একজন আর্টিস্ট এর জীবনের ঘটনা ও একটি প্রদর্শনীর জন্য তার আঁকা চিত্রকর্মকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রের প্রোডাকশন এর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রাবী আহমেদ। চলচ্চিত্রটির পোস্ট প্রোডাকশন এর কাজ চলমান রয়েছে। আগামী বছর একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।
এছাড়াও আসছে খিড়কি ফিল্মস এর অপর সদস্য ও পরিচালক রাগিব শাহরিয়ার সৈকত এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেমিক’। লেখিকা নুসরৎ নওরীনের লেখা একটি গল্প অবলম্বনে চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পরিচালক নিজেই। সম্প্রতি এর প্রি-প্রোডাকশন এর কাজ শেষ হয়েছে৷ আগামী মাসেই শুটিং শুরুর পরিকল্পনা তাদের।
খিড়কি ফিল্মস এর অপর ৩টি নির্মিতব্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে পরিচালক সৈকত চন্দের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রূপক’। ‘অ্যা ফিল্ম প্রোডাকশন’ এর সাথে যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করবে খিড়কি ফিল্মস। এর প্রি-প্রোডাকশন এর কাজ চলমান রয়েছে। একজন দাদু ও তার নাতী এবং তাদের মাঝখানে বিরাজমান একটি বিশাল গোপনীয়তাকে ঘিরে রচিত হয়েছে এই চলচ্চিত্রের গল্প।
এছাড়াও প্রি প্রোডাকশন চলমান রয়েছে আদনান মাহমুদ সৈকতের আরো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুপারস্টার’ এর। একসময় সগৌরবে চলমান পুরান ঢাকায় অবস্থিত, বর্তমানে বন্ধপ্রায় একটি সিনেমাহলে আবার মুক্তি পাবে দেশের নামকরা একজন সুপারস্টারের একটি চলচ্চিত্র। চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে সিনেমা হলে আসবেন সুপারস্টার নিজেই। এই ঘটনাকে কেন্দ্র করে সিনেমাহলে শুরু হয়ে যায় নানা রকম রোমাঞ্চকর কর ঘটনা৷ সেইসব ঘটনা নিয়েই ‘সুপারস্টার’ এর গল্প। এই গল্পের চিত্রনাট্য ও সংলাপ রচনা করছেন রাবী আহমেদ। দেশের একটি সনামধন্য একটি ওটিটি প্লাটফর্মে রিলিজ হবে চলচ্চিত্রটি।
এছাড়াও আদনান মাহমুদ সৈকতের আরও একটি পরীক্ষামূলক চলচ্চিত্র ‘১০ টাকার জীবন’ এর ঘোষনা দেয়া হয়৷ এটিরও শুটিং শীঘ্রই শুরু হওয়ার কথা জানিয়েছেন তারা।
উল্লেখ্য যে, খিড়কি ফিল্ম চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ক্রিয়েটিভ এজেন্সি হিসেবেও নানা রকম মার্কেটিং, প্রোমোশন ও ক্রিয়েটিভ সাপোর্ট এর কাজ করে যাচ্ছেন সমানতালে। তাদের ক্লায়েন্ট হিসেবে আছে ‘ডিমভাজি’, ‘Data Head Pvt. Ltd’ সহ আরও অনেক প্রতিষ্ঠান।