প্রতিনিধি ১৩ জুলাই ২০২২ , ৯:৪০:২৮ প্রিন্ট সংস্করণ
সুমন কুমার বিশ্বাস, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোবিন্দপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮টি বাড়ী ভাংচুর ও ৪ জনকে জখম করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হজরত আলী, এখলাস উদ্দীন, কাউম উদ্দীন ও পলান মন্ডল। ভাংচুর করা হয়েছে হারুন, রকিব, আমিরুল, সাইদুল, আয়ুব, পলান, এখলাস ও কাউমের বসতবাড়ি।
পুলিশ জানায়, গোবিন্দপুর দক্ষিন পাড়ার আলাউদ্দিন সকালে জমিতে মরিচ তুলতে গেলে প্রতিপক্ষ সামসুদ্দিন মোল্লার লোকজন তাকে অতর্কিত আক্রমন করে। এ সময় তিনি দৌড়ে বাড়ীতে আশ্রয় নিয়ে প্রতিপক্ষের ৫০/৬০ জন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আক্রমন করে। এ সময় কমপক্ষে ৮ টি বাড়ী ভাংচুরের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে শৈলকুপা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হজরত আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোবিন্দপুর গ্রামের আব্দুল্লাহ শেখ ও সামসুদ্দিন মোল্লার সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।