প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২২ , ৬:৪২:২৩ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি থানার নবাগত (ওসি) আসলাম হোসেনের সাথে বেলকুচি প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গবার (২৭ ডিসেম্বর) দুপুরে বেলকুচি থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ ওসির কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত (ওসি) আসলাম হোসেন বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। পুলিশ ও সাংবাদিকের লক্ষ একই। সাংবাদিকদের কাজ অনিয়ম ও অপরাধ তুলে ধরা এবং পুলিশের কাজ অপরাধ নির্মূলে কাজ করা। তিনি স্থানীয় সাংবাদিকদের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করে বলেন, বেলকুচিতে অপরাধ নির্মূলসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দ্রুত ও সর্ব্বোচ সেবা দেওয়া হবে।,
এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, অফিসির ইনচার্জ (তদন্ত) শাহিনুর ইসলাম সিদ্দিকি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য নারায়ন মালাকার, আবু মুছা, পারভেজ আলী, সবুজ সরকার, উজ্জল অধিকারী, বাবু রাজ্জাক, ফারুক সরকার প্রমূখ।