প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৩ , ১২:২২:২৭ প্রিন্ট সংস্করণ
শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার
নতুন বছরের প্রথম দিন উৎসবের মধ্য দিয়ে সারাদেশে একযোগে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় চাকলা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের মধ্যে দিয়ে নতুন বই বিতরন করা হয়েছে আর বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আনন্দে অভিভাবকরাও খুশি।
রবিবার সকালে চাকলা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের মধ্য দিয়ে সপ্তম শ্রেনি,অষ্টম শ্রেণি ও নবম শ্রেণির মোট ৩৬০ জন শিক্ষার্থীর মাঝে নতুই বই বিতরন করা হয়েছে,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল। আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষকঃ হারুন অর রশিদ,
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, জয়নাল আবেদিন, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান,সহকারী শিক্ষক আমিনুল,সামাদ,রফিকুল ইসলাম,কামরুজ্জামান,মোছাঃ মেহেবুবা,মাসুদা সুবিতা রানী,ফারহানা,এমরানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বলেন, দয়া করে এই নতুন বই গুলো কেউ ছিড়বে না এবং নিয়মিত পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে এবং ভালো মানুষ হতে হবে।
সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন,যারা ভালো রেজাল্ট করেছো তাদের অভিনন্দন আর যারা চেষ্টা করেছো ভালো করার জন্য তারা আরো চেষ্টা করো যাতে ভালো রেজাল্ট এর কাছে পৌঁছাতে পারো।
সদ্য অষ্টম শ্রেনীতে উঠা এক শিক্ষার্থী নতুন বই হাতে পেয়ে জানান,বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে খুব ভালো লাগছে, আমরা তাড়াতাড়ি সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো আরো ভালো ফলাফলের আশায়।
অত্র এলাকার চেয়ারম্যান বলেন, আমরা উচ্চ বিদ্যালয়ে এক মাস পড়ে বই পেয়েছি কিন্তু এখন বছরের শুরুতেই বই পাচ্ছো তোমরা যেটা দেশ ও জাতীর জন্য মঙ্গলজনক। তোমাদের কাছে অনুরোধ সবার সাথে ভালো আচরণ করবে শুধু ভালো রেজাল্ট করলেই হবে না একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এতে তোমরা দেশের সম্পদে পরিনত হবে। মানুষের সাহায্য সহযোগিতা করে ভালো মানুষ হিসেবে তৈরি করো নিজেকে।