• সারাদেশ

    জন্ম দিনের বার্তায় সিক্ত হলেন পরিতোষ চন্দ্র ঘোষ

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৩ , ৬:৫৯:৪০ প্রিন্ট সংস্করণ

     

    মো:মুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার:

     

    সকালে বিভিন্ন লোকের শুভেচ্ছা বার্তায় শিক্ত হলেন, পরিতোষ চন্দ্র ঘোষ আজ রোজ সোমবার ০২/০১/২০২২৩ইং ৫৫তম জন্মবার্ষিকী , শুভ জন্ম দিন উপলক্ষে এক রাশ প্রীতি ও শুভেচ্ছায় শিক্ত হলেন, কালীগন্জ পৌরসভার বালীগাঁও গ্রামের দুই ভাই তিন বোন এর মধ্যে সর্ব কনিষ্ঠ পুত্র,উনি ছাএ রাজনীতি তে যুক্ত হন,১৯৮৬ হতে ছাএ লীগের সাথে যুক্ত ছিলেন এবংস্বৈরাচার বিরোধী আন্দোলনে একাত্মতা ঘোষণা করে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ছাত্রলীগের এই নেতা র ছাএ রাজনীতির পর কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি কালীগন্জ পৌরসভার বালীগাও গ্রামের স্বর্গীয় বাবু গনেষ চন্দ্র ঘোষ এর কনিষ্ঠ পুত্র

    1.  ৫৩ তম জন্ম বার্ষিকী তে , দৈনিক রূপসা বার্তা, দৈনিক প্রথম সূর্যদোয় প্রএিকার এবং দেশ নিউজ টিভির কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো:মুক্তাদির হোসন, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড: মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য এ বি এম তারিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান কালীগঞ্জ পৌরসভার ০২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফসার হোসেন কালীগন্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিকুল ইসলাম মাসুদ ও জন্ম দিনের শুভেচ্ছা বার্তা জানান, উল্লেখ থাকে যে পরিতোষ চন্দ্র ঘোষ দেশ ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। পরিতোষ চন্দ্র ঘোষ ছাএ জীবন থেকে ই বাংলাদেশ আওয়ামী ছাএলীগ এর সাথে যুক্ত ছিলেন, এবং বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলার এবি এম তারিকুল ইসলাম এবং দেলোয়ার হোসেন দুলাল কমিটির সাহিত্য সম্পাদক ছিলেন,এর ই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ছিলেন, তার পরিবার এবং বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ও সুবর্নাথীদের তার জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, পরিতোষ চন্দ্র ঘোষ কালীগন্জ ও দেশবাসী র কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন, এবং কালীগঞ্জ উপজেলা বাসীদের বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি আপার পক্ষে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা শুভকামনা জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ