• সারাদেশ

    সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজুর নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ৮:৪৮:৩৪ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ রফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টারঃ

    নাটিয়াবাড়ি ধোবাখোলা করনেশন স্কুল এন্ড কলেজের নির্বাচন প্রসংগে মিথ্যা সংবাদ প্রকাশ করায় প্রতিবাদ করেন।

     

    সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু ০৪/০১ /২০২৩ ইং কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা কর্মকর্তা নাটিয়াবাড়ি স্কুল এন্ড কলেজের সভাপতির নাম ঘোষনা করেন।

    সেখানে বিজয়ী ঘোষনা করেন জাতসাখিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ( মানিক) এর নাম অপর দিকে পরাজিত ঘোষনা করেন সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজুর নাম যিনি এবিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। তিনি মুঠো ফোনে সংবাদকর্মিদের জানান ০৪/০১/২০২৩ ইং দুপরে বাংলাদেশ প্রকাশ অনলাইন একটি প্রত্রিকায় নিউজ দেখলাম

    কে বা কাহারা আমার নাম জড়িয়ে একটি নিউজ লিখেছে।

    সেখানে লেখা সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু কে পরাজিত করে চেয়ারম্যান আবুল কালাম আজাদ ( মানিক) সভাপতি বিজয়ী হয়েছেন।

    আমি জানতে চাই কোন নিয়মে এই নির্বাচন করা হল। যাকে পরাজিত প্রার্থী করা হয়েছে সেই আমি আরজু ঘটনাস্থলে উপস্থিত থাকলাম না মনোনয়ন ফর্ম ক্রয় করলাম না ফর্ম জমা দিলাম না কোন কিছু জানলাম না আমি এখনো ঢাকাতে আমার নিজ বাসায় উপস্থিত আছি আমি কি ভাবে প্রার্থী হতে পারি।

    কোন বিধি বিধানের আলোকে আমার অনুপস্থিতিতে ও সম্মতি ব্যতিরিকে আমাকে প্রার্থী করে নির্বাচন করা হল আপনারা বলতে পারবেন।

     

    রাজনিতী করি বলে এ ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করবে তাও আবার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এটা কি আমি বা সমাজের মানুষ মেনে নেবে।

    কেউ কি বলতে পারবে আমি বা আমার কোন প্রতিনিধী নির্বাচনের ঘটনাস্থলে উপস্থিত ছিল।

    আমি এই ঘটনাটিকে একটি চক্রান্ত, ষড়যন্ত্র মনে করি। আমি শিক্ষা কর্মকর্তা ও সভাপতি নির্বাচনি কর্মকর্তা বরাবর একটি চিঠি পেশ করেছি যা আগামি ৭ কার্য দবসের মধ্যে লিখিত উত্তর দানে অবহিত করবেন।তা আইন আইনসিদ্ধ না হলে ামি আদালতের আশ্রয় গ্রহণে বাধ্য হবো। এবং েই বাংলাদেশ প্রকাশ অনলাইন প্রত্রিকাকে তিব্র নিন্দা জানাচ্ছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ