• সারাদেশ

    আমিনপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৩ , ৯:২৮:১০ প্রিন্ট সংস্করণ

     

    পাবনা আমিনপুর থানাধীন জাতশাখিনী ইউনিয়নের হিন্দুরী গ্রামের মাদক ব্যবসায়ী রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আমিনপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার (০৬ জানুয়ারী) সোয়া পাঁচটার দিকে এস আই ব্রজেশ্বর বর্নের অভিযানে তাদেরকে আটক করা হয়।

     

    পুলিশ সূত্রে জানা যায়, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যাবসায়ী রাসেলের বাড়িতে গভীর রাতে অভিযান চালায়।

     

    এসময় গাঁজাসহ মোঃ সোহাগ ব্যাপারী (৪০), পিতা মোঃ খোকন ব্যাপারী,২। মোঃ মাসুম পাটুয়ারী (১৯),পিতা মৃত কুদ্দুস পাটুয়ারী, উভয় সাং-কল্যানপুর,থানা রাজবাড়ী, জেলা রাজবাড়ী এদেরকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

     

    আসামিদের বিরুদ্ধে আমিনপুর থানায় মাদক মামলা নং ০৭ তারিখ- ০৬/০১/২৩ খ্রিঃ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণী ১৯( ক) ধারায় রুজু পূর্বক ০৭ জানুয়ারি পুলিশ স্কটের মাধ্যমে পাবনা জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

     

    আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ