প্রতিনিধি ২ জুলাই ২০২২ , ৫:১৪:০৯ প্রিন্ট সংস্করণ
রফিকুল ইসলাম ঃ
মাননীয় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ইং ০২/০৭/২০২২ তারিখ সুজানগর থানাধীনা আন্ধারকোট গ্রামস্থ ধৃত আসামী মনজেদ আলী খাঁন এর বসত বাড়ীর শয়ন ঘরে ৫.৪৫ ঘটিকায় অভিযান চালিয়ে তাকে ৬০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাদক ব্যবসায়ী হলোঃ
১. মোঃ মনজেদ আলী খা ওরফে মনজেল(৪৩), পিতা-মৃত রুস্তম আলী খা , গ্রাম-আন্ধারকোটা ,থানাঃ-সুজানগর, জেলা- পাবনা।
উল্লেখ্যে যে উপরোক্ত আসামীর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রহিয়াছে।
তথ্যটি নিশ্চিত করেছেন সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান।
তিনি বলেন সুজানগর থানাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে আমি সদা প্রস্তুত রয়েছি।
শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন।