• সারাদেশ

    সাংবাদিক মোঃমুক্তাদির হোসেনের পিতার রোগ মুক্তির জন্য দোয়া কামনা

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২২ , ৯:৪০:১৬ প্রিন্ট সংস্করণ

    মোঃমুক্তাদির হোসেন ষ্টাফ রিপোর্টার

    গাজীপুর কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক, দেশ নিউজ টিভির ও দৈনিক প্রথম সূর্যদোয় পত্রিকার গাজীপুর কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মুক্তাদির হোসেন পিতা মোঃ আবদুল জলিল মিয়া( ৭৯) কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের বাসিন্দা গত এক সাপ্তাহ যাবত রক্ত শুন্যতায় ভুকতেছেন,কালীগঞ্জে সেন্টাল হাসপাতালে আজ ডাক্তার মাইনুল ইসলামের তত্বাবধানে চিকিৎসাধিন অবস্থায় আছেন,গত এক সাপ্তাহ পূর্বে সেন্টাল হাসপাতালে ডাক্তার মাইনুল ইসলামের তত্বাবধানে চিকিৎসা নিতে আসলে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা দেন,
    পরিক্ষা নিরিক্ষার রিপোর্ট অনুযায়ী তিনি রক্ত শূন্য তায় ভুকছেন।

     

    মোঃ আব্দুল জলিল মিয়ার জ্যষ্ট পুএ মোঃ শাকাওয়াত হোসেন (গেলমান) এবং মেজ ছেলে সাংবাদিক মোঃমুক্তাদির হোসেন আজ সকাল ১১ঃ৩০ মিনিটের সময় অসুস্থ পিতাকে রক্ত প্রধান করেন, এখন ডাক্তার এক মাসের বিশ্রামে থাকতে নিদর্শন দেন,সাংবাদিকের পিতার রোগ মুক্তির জন্য দেশ বাসীর কাছে দোয় চেয়ে বলেন,বিগত তিন বছর পূর্বে আমার প্রান প্রিয় আম্মা মারা যান,আমার আম্মা মার যাওয়ার পর থেকেই আমার আব্বা বিভিন্ন রোগে আক্রান্ত হন,বিভিন্ন হাসপাতালে ডাক্তার দেখিয়ে বিগত দুই বছর আমার আব্বা আপনাদের দোয়ার বরকতে ভালো ছিলো, হঠাৎ করে আমার আব্বার শরীরে আবার সমস্যা দেখা দিলে ডাক্তার এর সরনপন্ন হই,ডাক্তার চার ব্যাগ রক্ত দিতে হবে তাৎখিনিক আমরা দুই ভাই দুই ব্যাগ রক্ত দেই,
    এখন আমার আব্বা আপনাদের দোয়ার বরকতে সুস্থ আছে, প্রিয় দেশ বাসীর কাছে আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন, আমার আব্বা যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারে আমিন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ