• সারাদেশ

    চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

      প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৩ , ১০:২৫:৩২ প্রিন্ট সংস্করণ

     

    দেশের সর্বনিম্ন ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

     

    বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

     

    চুয়াডাঙ্গার স্থানীয় বাসিন্দারা জানান, রাত থেকেই এলাকায় কুয়াশা আর বাতাস বইছে। ফলে সকালে অনেক কর্মমুখী মানুষই কাজে যোগ দিতে পারেননি। তীব্র শীতের কারণে অনেকের আয় কমে গেছে।

     

    চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার রকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বেশ কিছু দিন ধরে চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকা পুরো কুয়াশাচ্ছন্ন রয়েছে। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। প্রচণ্ড কুয়াশার চাপ থাকায় সূর্যের দেখা মিলছে না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ