• সারাদেশ

    জাহাজের ধাক্কায় পাঁচ জেলে নিয়ে নৌকাডুবি

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৩ , ১০:১৯:৫৫ প্রিন্ট সংস্করণ

     

    পটুয়াখালীতে জাহাজের ধাক্কায় পাঁচ জেলে নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। তাৎক্ষনিক অন্য ট্রলারের জেলেরা নদীতে ভেসে থাকা জেলেদের উদ্ধার করেছে। তবে ডুবে গেছে ইঞ্জিনচালিত নৌকাটি। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।

     

    রোববার (১৫ জানুয়ারি) দুপুরে জেলার কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।

     

    আহতরা হলেন- নৌকার মালিক রুহুল আমিন ও তার ছেলে রবিউল হাওলাদার। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

     

    জেলেরা জানান, রাবনাবাদ চ্যানেলে এমকেকে-৩ নামের জাহাজটি পণ্য খালাস করে ফিরে যাওয়ার সময় কুয়াশায় নৌকাটিকে ধাক্কা দিলে সেটি মাঝ নদীতে ডুবে যায়। এসময় ট্রলারের পাঁচ জেলেকে অন্য ট্রলারের জেলেরা নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে।

     

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নৌকার পাঁচ জেলেই উদ্ধার হয়েছেন।

     

    এসআর/এজ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ