• সারাদেশ

    মহেন্দ্রপুর ভোগ্যপণ্য সমবায় সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত 

      প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৩ , ১০:৫১:৫৮ প্রিন্ট সংস্করণ

     

    সোহেল রানা, স্টাফ রিপোর্টার:

    পাবনা জেলার অন্যতম সেরা সমবায় সমিতি মহেন্দ্রপুর ভোগ্যপণ্য সমবসায় সমিতির বার্ষিক সাধারন সভা সদর উপজেলার ক্যালিকো কটন মিলের মাঠে ১৮ জানুয়ারি (বুধবার) বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

     

    উক্ত বার্ষিক সাধারন সভায় অত্র সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশের বন্ধু দেশ জাপান থেকে আগত জিলাপের কাউন্সিলর (জাপান আন্তর্জাতিক লেবার ফাউন্ডেশন) মিস্টার কুজি কাগুরি, সহকারী সাধারন সম্পাদক জিলাপ মিস্টার টসিকাজু সাইটো, জিলাপের রুট প্রোজেক্টের পরিচালক মিস্টার মাসামি হোনো।

     

    সমিতির সাধারন বার্ষিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা সমবায় অফিসার সোলায়মান বেগ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মাসুদ রানা। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মহেন্দ্ররপুর ভোগ্যপণ্য সমবায় সমিতির সাধারন সম্পাদক আব্দুল গফুর।

     

    এসময় আব্দুল গফুর সমিতির মাধ্যমে বিভিন্ন সদস্য কারিগরি প্রশিক্ষণ নিয়ে বেকারত্ব দূর করেছেন তাদের কথা তুলে ধরেন। সমিতির সকল সদস্যদের জীবন-যাত্রার মান উন্নয়ন করা যায় কি ভাবে সে বিষয়ে আলোচনা করেন।

     

    অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করা হয়। এরপর অতিথিদের ব্যাচ, উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করে নেন সমিতির সদস্যবৃন্দ।

    জাপানি অতিথিরা সমিতির সকল সদস্য ও আমাদের দেশের শ্রমজীবী মানুষের সহযোগিতা করে মানুষের মৌলিক চাহিদা পূরনে ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন।

    উক্ত সমিতির সাধারন বার্ষিক সভা সঞ্চালনা করেন সমিতির সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন।

     

    এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির অন্যতম সদস্য কাওসার হোসেন কামরুল, আব্দুর রহিম, আমিরুল ইসলাম, রিসানসহ প্রায় ৫শতাধিক সদস্যবৃন্দ।

     

    সমিতির নারী সদস্যবৃন্দ স্বল্প হারে মুনাফার বিনিময়ে টাকা নিয়ে স্বাবলম্বী হওয়ার গল্প শোনান অথিতিদের।

     

    আলোকিত/এসআর

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ