• সারাদেশ

    সুজানগরে হেরোইনসহ মাদক ব্যাবসায়ী আটক

      প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৩ , ৮:১১:৫৩ প্রিন্ট সংস্করণ

     

    পাবনা সুজানগরের সাতবাড়ীয়ায় মাদক ব্যবসায়ী রেজাউল করিম রেজা’ কে ৩ গ্রাম হেরোইনসহ সোমবার (২৩ জানুয়ারী) রাত ১০:৪৫ টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। রেজাউল করিম রেজা’ উপজেলার সাতবাড়ীয়া ফকিতপুর গ্রামের আবু তালের সর্দারের ছেলে।

     

    পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতবাড়ীয়া ফকিতপুর এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা রজু প্রক্রিয়াধীন করা হয়।

     

    সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান, ‘গ্রেপ্তার রেজাউল করিম রেজা একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। পর্বে তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছিলো। সোমবার রাতে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়’।

     

     

    আরএস/কম

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ