• সারাদেশ

    শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ৮:০৭:৩৯ প্রিন্ট সংস্করণ

     

    শহিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:

    নওগাঁর পাহাড়পুর গাঁজা মহল উচ্চ বিদ্যালয়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

     

    মঙ্গলবার সকাল ১০টায় এ প্রতিযোগিতা শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন।

     

    প্রতিযোগিতায় কয়েকটি ইভেন্টে উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ২০ টি স্কুল/মাদ্রাসার প্রায় ২ শতাধিক অ্যাথলেট অংশ নেন। নির্ধারিত ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

     

    উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন বলেন, খেলার পরিবেশ সুষ্ঠ ও সুন্দর হয়েছে। এই খেলাকে ধারাবাহিকভাবে রাখতে হবে এবং খেলার অনুরাগীদের আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর জন্য সব সময় সহযোগিতা থাকবে।

     

    পাহাড়পুর গাঁজা মহল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বলেন, এটি নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। এই পদক্ষেপকে আমি সাদুবাদ জানাই ও এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এটাই আশা করি।

     

    তিনি আরো জানান,সবাই আমার কাছে অতিথির মত তাই সকাল থেকেই বিদ্যালয়ের যাবতীয় দায়িত্ব পালন করেছি অনুষ্ঠান সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য। আনন্দঘন পরিবেশে খেলার পরিবেশ করতে পেরে আমরা সবাই আনন্দিত।

     

    ইকরকুড়ি থেকে আসা খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী তাহামিনা আক্তার জানান,এ ধরনের খেলাতে অংশগ্রহণ করতে পেরে আমরা সবাই আনন্দিত, আমি দৌড়াদৌড়িতে প্রথম স্থান অর্জন করেছি তাই আরো ভালো লাগছে।

     

    অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ