• সারাদেশ

    খাবারের সন্ধানে লোকালয়ে বানর, উৎসুক জনতার ভিড়

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৩ , ৭:৪৪:৪৩ প্রিন্ট সংস্করণ

     

    সেলিম রেজা, স্টাফ রিপোর্টার:

    বেশ কিছুদিন ধরে এনায়েতপুর থানার খুকনীতে একটি বানর লোকালয়ে ঘোরাঘুরি করছে। কখনো ছাদে, কখনো ডালে আবার কখনো রাস্তায় হাঁটছে বানর। অসংখ্য মানুষ দেখতে ভীড় জমাচ্ছে। কলা, বিস্কুট, পাউরুটি ছুড়ে দিচ্ছে মজা করে খাচ্ছে।

     

    খুকনী মোল্লাপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টো বলেন, কয়েকদিন ধরেই বানরটির অবাধ বিচরণ দেখছি এখনো কারও ক্ষতি করেনি তবে বিরল প্রজাতির প্রানীটি দেখতে এলাকাবাসী ভীড় জমাচ্ছে অনেকেই প্রানীটির সঙ্গে শখ্যতা গড়তে খাবার দিচ্ছে আমরা কেউ আঘাত করছি না।

     

    রাজশাহী বিভাগীয় বনকর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, প্রকৃতির একটি ভারসাম্য রক্ষার জন্য অনেক সময় দেখা যায় যে, তাদের খাবারের সংকট হয়। এ কারণে তারা লোকালয়ে চলে আসে। তাদের যে আবাস স্থল বনভূমির পরিমাণ অনেক কমে গিয়েছে। তাছাড়া দলছুট হয়েও লোকালয়ে আসতে পারে অনেক সময় তাদের খাবারের সংকটে বানরগুলো লোকালয়ে চলে আসে।

     

    তিনি আরও বলেন, বানরের পিছনে ভীড় না করে শান্তভাবে থাকতে দিন কিছুদিন পর দেখবেন পূর্বের আবাসস্থলে ফিরে গেছে। সবাইকে সচেতন থাকতে বলেছেন কোনভাবেই যেন প্রানীটিকে আক্রমন বা হত্যা না করার পরামর্শ দেন এই কর্মকর্তা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ