প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৩ , ১০:৫৩:১৬ প্রিন্ট সংস্করণ
পাবনা আমিনপুরে ১৪০ পিস মাদক দ্রব্য ইয়াবা সহ সোরমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।
পাবনা জেলা পুলিশ সুপার আকবার আলী মুন্সির দিকনির্দেশনা মাদক ও অপরাধ মুক্ত রাখতে আমিনপুর থানার পুলিশ পরিদর্শক মোঃ আনিসুর রহমানের নির্দেশনার আমিনপুর থানা কে মাদক, সন্ত্রাস ও অপরাধ মুক্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে আমিনপুর থানা পুলিশ।
সেই ধারাবাহিকতায় গতকাল ২৮শে জানুয়ারী (শনিবার) আনুমানিক রাত ৭ টার দিকে আমিনপুর থানা পুলিশের এসআই ব্রজেশ্বর বর্মন এর নেতৃত্বে এএসআই রকিব সহ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানাধীন জাতসাখিনী ইউনিয়নের নয়াবাড়ী গ্রামের মুকুল শেখ, পিতা- সিদ্দিক শেখের বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে ১৪০ পিচ মাদক দ্রব্য ইয়াবা সহ সোরমান নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, পাবনা আমিনপুর থানাধীন নয়াবাড়ী গ্রামের মৃত তাহের শেখের ছেলে মোঃ সোরমান শেখ(৪২)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবেন বললেন আমিনপুর থানার পুলিশ পরিদর্শক আনিসুর রহমান।