• বিনোদন

    জিন্না হক রচিত সোনাবিবির শাড়ি নাটক মঞ্চায়ন

      প্রতিনিধি ২২ মার্চ ২০২৩ , ৮:০০:৩০ প্রিন্ট সংস্করণ

     

    মুনিম শাহরিয়ার কাব্য:

     

    গত ১১ মার্চ ঈশ্বরদীর ঐতিহ্যবাহি নাট্যসংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সদস্য সতীর্থ থিয়েটার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে জিন্না হক রচিত সোনাবিবির শাড়ি নাটক মন্চায়ন করেছে।

     

    ঈশ্বরদীর সাংস্কৃতিক ইতিহাসে এই সর্বপ্রথম কোন নাট্যদল বাংলাদেশ শিল্পকলা বা জাতীয় পর্যায়ে নাটক মন্চায়ন করে সুনাম অর্জন করেছে।

     

    সতীর্থ থিয়েটারের প্রতিষ্ঠাতা এবং ঈশ্বরদীতে অধুনিক নাটকের পথিকৃত এম রাশেদুল আওয়াল রিজভী নির্দেশিত,সহ নির্দেশনায় শরিফুল ইসলাম এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় মঞ্চায়িত “সোনাবিবির শাড়ি” নাটকে অভিনয় করেছে আসলাম হোসেন, মুক্তি,শরিফুল,মিম,শান্ত,মুন্না,ফারিহা,হাসি,আরিফ,অভি ও মাহমুদ

    ( এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটক ও নাটক শেষ নাট্য নির্দেশক এম রাশেদুল আওয়াল রিজভীকে উত্তোরিও পরিয়ে দিচ্ছেন শিল্পকলার মহা পরিচালক লিয়াকত আলী লাকি)

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ