প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:০৪:৫৬ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।, সোমবার রাতে সিরাজগঞ্জ শহরের রেলগেট সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে মো. আমির হোসেন (৫২,) ও সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের খাস বড় শিমুল গ্রামের মৃত কেরু শেখের ছেলে মো. আমির হামজা (৩৩),
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী এই তথ্য নিশ্চিত করেছেন।,
তিনি জানান, সিরাজগঞ্জ পুলিশের এসআই (নিঃ) মোঃ নাজমুল হকের নেতৃত্বে সোমবার রাত ১০টা দিয়ে শহরের রেলগেট সিএনজি স্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য মামলা করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে তিনি জানান।,