• সারাদেশ

    নওগাঁয় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

      প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২২ , ৬:৪৩:৪১ প্রিন্ট সংস্করণ

     

    শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

     

     

    বুধবার নওগাঁ সদর এলাকায় অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানের মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শামীম হোসেন ও নওগাঁ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক।

     

    জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্রে জানা যায়,অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণের অপরাধে মুক্তা মিষ্টান্ন ভান্ডারকে ৫,০০০/- টাকা এবং মেয়াদহীন ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে সম্পর্ক স্টোরকে ১০,০০০/- টাকা এবং সিরাজ স্টোরকে ৫,০০০/- টাকা সহ মোট ২০,০০০/- টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।

    এছাড়াও বিপুল পরিমাণ মেয়াদহীন শিশু খাদ্য ধ্বংস করা হয়।

     

    জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শামীম হোসেন জানান, জেলায় ভেজাল ও নকল বিরোধী এধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে নওগাঁ জেলা পুলিশ সদস্যরা সহযোগীতা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ