• সারাদেশ

    আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২২ , ১:০৪:১৯ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ সমস্যা সমাধানে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং থাকবে। তবে এ সূচি আগেই জানিয়ে দেওয়া হবে। এ সময় ওই এলাকায় এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

    এতে বলা হয়, বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদের এসি বন্ধ এবং দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময় সরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনা করতে হবে। সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে।

     

    উল্লেখ্য ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র আজ থেকে বন্ধ। দেশে বিদ্যুৎ উৎপাদন কমবে ১০০০ মেগাওয়াট, বাড়বে লোডশেডিং।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ