• সারাদেশ

    মো: জানে আলমের কবিতা “ভবের হাট “

      প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:১২:২০ প্রিন্ট সংস্করণ

     

    জন্ম নিয়ে ভবের হাটে চলছে আনাগোনা, অহর্নিশি সেইখানেতে চলছে বেচাকেনা। 

    বেচাকেনা নিয়ে সবাই করছে ব্যস্ত সময় পার,কেউ তাকায়না কারোও পানে সময় আছে কার।

    বাহারী সব পন্য নিয়ে দোকান থাকে সেজে,না থাকলে পুজি সেথায় বাজার হবে বাজে।

    যত্রতত্র ঘুরে আমার সময় গেলো বয়ে,পুঁজি যা ছিলো হাতে তার সবই গেলো ক্ষয়ে। 

    দেখতে দেখতে পূর্বের সূর্য্য পশ্চিমে যায় হেলে,কাজের কিছু হলোনা গো সময় গেলো চলে। 

    বেলা শেষে যখন আমি সওদা কিনতে চাই,নিজের কাছে তখন আমার সম্বল কিছু নাই। 

    যথা সময় গুনীজন সওদা করে গন্তব্যে ফিরে যায়,অর্বাচিনরা শূন্য হাতে এদিক সেদিক চায়।

    সূর্য্য পাটে গেলে ভবের দোকান হবে বন্ধ, অবস্থাটা তখন এমনই হবে যেন চোখ থাকতেও অন্ধ।

    শুন্য হাতে শেষ গন্তব্যে ফিরবো যখন আমি,খুশি হতে পারবেন কি আমার অন্তর্যামী? 

    থাকতে সময় যথাযথ মূলধন করো জোগার,নইলে বৃথা হবে তোমার এই ভবের হাট-বাজার।

     

    কবির নাম – জানে আলম

    পেশা – শিক্ষকতা

    প্রতিষ্ঠানের নাম – শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ