• সারাদেশ

    বই কারও সাথে কখনো বেইমানি করেনি,বই মানুষের জ্ঞান সমৃদ্ধি করে- ডেপুটি স্পিকার 

      প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৩০:০৯ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:

     

     

    বই কারও সাথে কখনো বেইমানি করেনি, বই মানুষকে সমৃদ্ধি করে বলে আখ্যায়িত করেছেন মাননীয় ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। আজ শনিবার কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ মাঠে প্রয়াস একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

     

    তিনি আরো বলেন বই মানুষের সুপ্ত প্রতিভা বিকাশে সাহায্য করে।বই কখনো মানুষকে মিথ্যা শেখায় না, সুস্থ সাংস্কৃতি চর্চা মাধ্যমে বই মানুষকে তার গন্তব্য পৌছায়।

     

    ডেপুটি স্পিকার আরো বলেন – আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে ঢাকা সহ সারা দেশে অমর একুশে বই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

     

    প্রয়াস পাঠাগারের আয়োজনে গত ১৯ তারিখ থেকে আজ ২৫ ফেব্রুয়ারি ৭ দিন ব্যাপি এ মেলা অনুষ্ঠিত হয়।

     

    কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মীর মঞ্জুর এলাহীর সভাপতিত্বে ডা. আমিরুল সানুর সঞ্চালনায়  এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন জনাব ডা. আবু হেনা মোস্তফা কামাল সাবেক সিনিয়র সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়,বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল হক বাবু, সাথিঁয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন, সাথিঁয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, সাথিঁয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, আসাদুল ইসলাম আলতাব, কাশিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কুদ্দুস,বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজ সেবক মীর ইশতিয়াক এলাহি টুটুল, আলম মোল্লা  সহ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

     

    অনুষ্ঠানের শুরুতে মা জেনারেল হাসপাতালের সৌজন্যে ১০ জন মাকে রত্নগর্ভা অ্যাওয়ার্ড দেওয়া হয়। রত্নগর্ভা অ্যাওয়ার্ড দেওয়া ও সন্তানদের অভিব্যাক্তিতে আবেগ আপ্লূত হয়ে ওঠে অনুষ্ঠান। মা জেনারেল হাসপাতালের কর্ণধর জাহাঙ্গীর করিম খান  রুবেল বলেন – আমি আমার নিজের মাকে হারিয়েছি। মা না থাকার কষ্টটা আমি বুঝি তাই যাদের মা আছে তারা মায়ের প্রতি যত্নশীল হোন। তিনি রত্নগর্ভা ১০ মায়ের সারাজীবন ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা দেন।

     

    রত্নগর্ভা এ্যাওয়ার্ড সম্পর্কে প্রধান অতিথি ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি মহোদয় প্রথমে মা জেনারেল হাসপাতাল কতৃপক্ষকে ধন্যবাদ জানান। এমন নতুনত্ব অনুষ্ঠান আয়োজন করায় প্রয়াস পাঠাগার তথা মা জেনারেল হাসপাতালের কর্ণধর মো.জাহাঙ্গীর  করিম খান রুবেলকে অসংখ্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন আমাদের রত্নগর্ভা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যায়ে। প্রধানমন্ত্রীর চৌকস নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। আগামি ২০৪১ সালের মধ্যে ধুমপান মুক্ত, মাদক মুক্ত সুখী সমৃদ্ধ উন্নত দেশ হবে বাংলাদেশ। তিনি বাংলাদেশের রত্বাগর্ভা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

     

    রত্নগর্ভা এ্যাওয়ার্ড শেষে এক সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়। কুষ্টিয়া থেকে আগত গুনি শিল্পিদের সাংস্কৃতিক চর্চায় মুখোর হয়ে ওঠে মেলা প্রাঙ্গন।

     

     

    উল্লেখ্য কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজে ৭ দিন ব্যাপি এ অনুষ্ঠানে প্রায় ১০০ টি স্টলে নিয়ে বই মেলা আয়োজন করে প্রয়াস পাঠাগার।

     

    প্রয়াস পাঠাগারের সভাপতি মফিদুল হোসেন শাহীন বলেন সবার সম্মলিত প্রচেষ্টায় আমাদের ৭ দিন ব্যাপি এ মেলা শেষ করতে পেরেছি। তিনি প্রয়াস পাঠাগার তথা প্রয়াস ভলেন্টিয়ারস সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ