• সারাদেশ

    আমিনপুরে ডিলারের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাৎ করার অভিযোগ!

      প্রতিনিধি ১ মার্চ ২০২৩ , ৭:২২:৫৮ প্রিন্ট সংস্করণ

     

    আলমগীর হুসাইন অর্থ:শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই স্লোগান কে সামনে রেখে দেশব্যাপী দরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে সরকার। ইউনিয়ন ভিত্তিক ডিলার নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে জনগণের মাঝে বিতরণ করা হয় এই চাল।

    কিন্তু কিছু দুর্নীতিগ্রস্থ ডিলারের অনিয়ম ও কৌশলে চাল আত্মসাৎ এর কারনে প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের এই মহৎ উদ্যোগ।

     

     

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহৎ উদ্যোগ দরিদ্রদের মাঝে ন্যায্যমুল্যে চাল বিতরণ কর্মসূচির ডিলার মোতালেব হোসেন ( আমিনুল ট্রেডার্স) এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও কৌশলে চাল আত্মসাৎ করার অভিযোগ পাওয়া যায়।

     

     

    অভিযোগের ভিত্তিতে করা অনুসন্ধানে দেখা যায়, আমিনপুর থানাধীন রুপপুর ইউনিয়নের ন্যায্যমুল্যের চালের ডিলার মোতালেব হোসেন ১ লা মার্চ ( বুধবার) ইউনিয়নের মাশুমদিয়া বাজারের পশ্চিম পাশে চাল বিতরন করছিলেন। কর্মসূচির আওতায় প্রতি বস্তায় জনপ্রতি ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও কৌশলে জনগণকে বোকা বানিয়ে নির্ধারিত ৩০ কেজির বস্তা থেকে চাল বের করে আত্মসাৎ করার প্রমাণ পাওয়া যায় ডিলার বিরুদ্ধে।

     

     

    ডিলারের চাল বিতরণ স্থান পরিদর্শন করে কার্ডধারীদের অভিযোগের ভিত্তিতে ৫ টি বস্তা ওজন করা হলে পর্যায়ক্রমে ২৫,২৬,২৭,২৭ ও একটি বস্তায় ৩০ কেজি চাল পাওয়া যায়।

     

     

    বেড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওসার মানিক ও বেড়া উপজেলা খাদ্য পরিদর্শক সবুজ হোসেন এর সাথে কথা বলে জানা যায়, উপজেলা থেকে সকল ডিলার কে তাদের বন্টনকৃত চাল বুঝিয়ে দেওয়া হয়েছে। ডিলারের অনিয়ম প্রসঙ্গে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

     

    এ বিষয়ে বেড়া উপজেলা ভুমি কর্মকর্তা রিজু তামান্না বলেন, আমরা তথ্য পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এখন ঠিকঠাক মত চাল বিতরণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

     

     

    উল্লেখ্য, বস্তায় চাল কম থাকার বিষয়টি স্বীকার করেছেন ডিলার মোতালেব হোসেন ও বিতরণ কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা বেড়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ( ট্যাগ অফিসার) রওশন মিয়া।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ