প্রতিনিধি ১ মার্চ ২০২৩ , ১০:৩৮:১১ প্রিন্ট সংস্করণ
পাবনা থেকে শরিফুল ইসলামঃ-
পারিবারিক কলহের জেরে পাবনা বেড়ায় রঞ্জু নামে একজন খুন হয়েছে। গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে এ খুনের হয় বলে জানাযায়। ঘটনাটি ঘটেছে বেড়া থানার নতুনভারেঙ্গা বাজারে পাশে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রঞ্জুর পরিবারের সাথে পার্শ্ববর্তী খালাতো ভাই সুজনের পরিবারের বাক-বিতণ্ড হয়। বিষয়টি ব্যাপক আকার ধারণ করে মারামারিতে পরিণত হয়। এ সময় খালাতো দুলাভাই আমিন এবং খালাতো ভাই সুজন ও আরিফসহ বেশ কয়েকজনের লাঠির আঘাতে রঞ্জু গুরুতর আহত হয়। আহত রন্জুকে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সদর হাসপাতাল নেয়ার পথে রঞ্জু মারা যায়। এদিকে রঞ্জুর মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পরিবেশ থমথমে বিরাজ করছে। শান্তি বজায় রাখতে ঐ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে রঞ্জুর লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেলের মর্গে পাঠানোর কথা বলে বেড়া থানায় নিয়ে যায় থানা পুলিশ।
এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধিন আছে বলে জানিয়েছেন বেড়া থানা পুলিশ।